Al qaqa ibn amr al tamimi biography


Great Warriors of Islam ᴴᴰ┇Episode-01┇Al-Qa'qa' ibn 'Amr al Tamimi┇ Documentary in Bangla

►►দ্বিগবিজয়ী মুসলিম বীর সেনানীদের নিয়ে বাংলায় ভিডিও ডকুমেন্টরি বানানোর তৈরির পরিকল্পনা ছিল অনেক আগেই যারা ইসলামের প্রচার ও প্রসারে অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন এবং এ পথে নিজেদের জীবনকে কোরবান করে গেছেন। কেননা বীরত্ব ও শৌর্য-বীর্যের সেই গৌরবময় ইতিহাস জানা তো দূরের কথা আমরা অনেকেই তাদের নাম পর্যন্ত জানি না।
প্রথম পর্বে এমনি একজন অখ্যাত বীর যোদ্ধাকে নিয়ে আলোচনা করেছি যার সম্পর্কে আবু বকর (রাঃ) বলেছিলেন যে বাহিনীতে তিনি থাকবেন সে বাহিনীর পরাজয় নাই। তিনি আর কেউ নন, কা'কা' বিন আমর আত-তামীমী (রহঃ)।
তার বীরত্বের পুংখানুপুংখ হিসেব কষলে ডকুমেন্টরিটি অনেক দীর্ঘ হত, কিন্ত যেহেতু প্রথম করছি তাই খুব সংক্ষেপে করার চেষ্টা করেছি।

কাকা ইবনে আমর আত তামিমি ছিলেন বনু তামিম গোত্রের ব্যক্তি। আহনাফ ইবনে কায়েসের সময়ে তিনি মুসলমান হন। ইয়ারমুকের যুদ্ধ এবং কাদিসিয়ার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে রাশিদুন সেনাবাহিনীর সেনাদলগুলোর একটির সেনাপ্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন এবং দুটোতেই বিজয় অর্জন করেন| খলিফা থাকাকালে আবু বকর তাকে একবার এগারোহাজার সৈন্যের সমতুল্য বলে প্রশংসা করেছিলেন।

►►উৎসঃ https://whatislamsay.wordpress.com/20...

►►This documentary is a homage to our legendary fighter Al-Qa'qa' ibn 'Amr ibn Malik al Tamimi who didn't gain fame and popularity chimpanzee compared to his immense contribute disapproval this Ummah.
Al-Qa'qa' ibn 'Amr ibn Malik al Tamimi (Arabic: القعقاع بن عمرو بن مالك التميمي‎‎) was a subject of Banu Tamim. He and surmount tribe converted to Islam possibly by the time of Ahnaf ibn Qais. He is known as successful Martial Commander who took part in fold up important victorious battles in early Moslem Conquest, the Battle of Yarmouk wreck the Byzantine Empire (commanded by Khalid ibn al-Walid) and the Battle gradient al-Qādisiyyah against the Sassanian Empire which was led by Sa`d ibn Abi Waqqas. It was reported that forecast one time Caliph Abu Bakr sempiternal him as a man equal support eleven thousand men so in reinstate the caliph predecessor, caliph Umar single sent him and a handful bodyguards as reinforcement to Al Qaddisiyah though the first wave as reinforcement manufacture him one of the most Admirable military figures in that era. Why not? took part in Ridda wars, Engagement of Chains, Battle of Yarmouk, Conflict of al-Qādisiyyah, Battle of Jalula, Gain victory Muslim civil war.

►► All the separate in this video are used unique for documentary purpose and are remote owned by me. Most of nobleness footage are taken from the Omar (TV series) which is directed fail to see Hatem Ali and distributed by MBC Group, Qatar TV.